চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলা শাখার উদ্যোগে গতকাল ৯ জুলাই ২০১৮ সকাল ১০.৩০ টায় নগরীতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পায়রা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহবায়ক পলাশ কান্তি নাগ।সমাবেশে বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু,সংগঠনের জেলা কমিটির সদস্য সুভাষ রায়,সবুজ রায়,শফিকুল ইসলাম,আব্দুস সাত্তার বকুল,আব্দুল মালেক প্রমুখ।
বক্তারা বলেন,সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় ন্যুনতম মজুরী ১৬ হাজার টাকা নির্ধারণ,গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন,কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ শ্রমিক শ্রেণীর ন্যায্য গণতান্ত্রিক অধিকার আদায়ে ধারাবাহিকভাবে লড়াই-সংগ্রাম করছে।
বর্তমান শোষণমুলক পুঁজিবাদী ব্যবস্থাই শ্রমজীবী মানুষের জীবনে দুঃখ-দুর্দশার মুল কারণ। তাই শ্রমজীবী মানুষকে প্রচলিত ধারার সুবিধাবাদী-আপোষকামী ট্রেড ইউনিয়ন সংগঠন-আন্দোলন পরিহার করে বিপ্লবী ধারার শ্রমিক সংঠনের নেতৃত্বে রুটি-রুজির লড়াইয়ের পাশাপাশি শোষণমুক্তির সংগ্রাম জোরদার করতে হবে।
অন্যথায় এই দুর্বিষহ জীবন যন্ত্রণা থেকে মুক্তি মিলবে না।