Highlights

অসহায়-দুস্থ মানুষের পাশে স্বপ্নঘুড়ি বন্ধু সংঘ

Published

on

আব্দুর রশিদ জীবন :
৮ মার্চ বাংলাদেশে নোভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ শুরু হলে আস্তে আস্তে বন্ধ ঘোষনা হয় স্কুল-কলেজ, সরকার-বেসরকারী অফিস সহ প্রায় সবকিছু । ২৫ মার্চের পর থেকে বন্ধ করে দেওয়া হয় সকল প্রকার যানবাহন ও গণপরিবহন । দেশব্যাপী করোনার এ বিপর্যয়
মোকাবেলায় সবচেয়ে বিপাকে পরে অসহায় খেটে খাওয়া দিনমজুর ও নিম্নবিত্ত
জনগোষ্ঠী । বৈশ্বিক এ বিপর্যয়
মোকাবেলায়
কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বপ্নঘুড়ি বন্ধু সংঘ ।

বৃহ:পতিবার ৫০ জন মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী (চাল, আলু,ডাল,তেল,লবণ,) বিতরণ করে সংগঠনটি ।

এ সময় স্বপ্নঘুড়ি বন্ধু সংঘের মুখপাত্র মোঃ সিরাজ উদ্দিন
বলেন, আমারা কয়েকজন বন্ধু মিলে ২০০৯ সালে তৈরি করি
স্বপ্নঘুড়ি বন্ধু সংঘ । আমাদের
উদ্দেশ্য বিভিন্ন সময়ের ক্রান্তিলগ্নে আমাদের আশেপাশের অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া । তারই ধারাবাহিকতায়
বর্তমানে দেশের এই বড় বিপর্যয়ে অসহায় দুস্থ মানুষদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ।

এসময় উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন, মাহমুদুল হাসান তুর্য, ফয়সাল গনি গোলাপ, স্বপন আহসান, ফরহাদ শাহ্, নাইমুর রানা নয়ন, সাহেবালি ইসলাম, ইমরান হোসেন, আল মামুন, কামরুল ইসলাম সহ সংগঠনটির অন্যান্ন সদস্যবৃন্দ ।

এসময় অসহায় মানুষদের পাশে
সমাজের বিত্তবানদের সাহায্যের
আবেদন জানান স্বপ্নঘুড়ি বন্ধু সংঘের সদস্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version