আজ স্থানীয় সময় সাড়ে নয়টায় কানাডার টরেন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর সঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রী সাড়ে বারোটায় এয়ার কানাডায় উঠে কুইবেক সিটিতে পৌঁছেন দুপুর একটায়। সেখান থেকে তিনি সরাসরি তাঁর হোটেলে যান।
পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বাংলাদেশের কনসাল জেনারেল নাঈমউদ্দিন আহমেদ এবং জ্যাঁ লেসাগে এয়ারপোর্টে বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে অভ্যর্থনা জানান।
তাঁর কর্মসূচি মোতাবেক আজ শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেল জুলি পেয়েট্টির দেয়া নৈশভোজে অংশ নেবেন। আগামীকাল শার্লিভোয়ে অনুষ্ঠিতব্য ৪৪তম জি-৭ শীর্ষ সম্মেলনে সন্মানিত পর্যবেক্ষক হিসেবে যোগ দেবেন।