জাতীয়

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়

Published

on

এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশ প্রথম স্বর্ণপদক জয় করেছে। আর এই জয় এনে দিয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরী। জাওয়াদ ৪২ এ ৩২ নম্বর পেয়ে স্বর্ণপদক জয় করে। সোনা ছাড়াও তিনটি ব্রোঞ্জপদক ও দুটি অনারেবল মেনশন পেয়েছে বাংলাদেশ দল।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের সদস্য রাহুল সাহা (ঢাকা কলেজ) অনারেবল মেনশন, জয়দীপ সাহা (নটর ডেম কলেজ) ব্রোঞ্জ, তামজিদ মোর্শেদ রুবাব (নটর ডেম কলেজ) ব্রোঞ্জ, তাহনিক নূর সামিন (নটর ডেম কলেজ) ব্রোঞ্জ ও সৌমিত্র দাস (পুলিশ লাইনস হাইস্কুল, ফরিদপুর) অনারেবল মেনশন পেয়েছে।

ছয় প্রতিযোগীর সঙ্গে দলে আছেন দলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার এবং উপ-দলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

৭ জুলাই শুরু হওয়া এবারের অলিম্পিয়াডে ১০৭টি দেশের ৬১৫ জন শিক্ষার্থীর মধ্যে দলগতভাবে ১১৪ নম্বর পেয়ে বাংলাদেশের অবস্থান ৪১তম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version