/home/noakhali/public_html/wp-content/themes/zox-news/amp-single.php on line 77

Warning: Trying to access array offset on value of type bool in /home/noakhali/public_html/wp-content/themes/zox-news/amp-single.php on line 77
" width="36" height="36">

বিজ্ঞান ও প্রযুক্তি

‘ইনস্টাগ্রাম লাইট’ অ্যাপ উন্মুক্ত

Published

on

‘ইনস্টাগ্রাম লাইট’ অ্যাপ উন্মুক্ত

ইন্টারনেটের গতি যেখানে কম সেখানেও যাতে সহজে ইনস্টাগ্রাম ব্যবহার করা যায় সে সুবিধা এসেছে। ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম ‘ইনস্টাগ্রাম লাইট’ নামে অ্যাপটির একটি হালকা সংস্করণ উন্মুক্ত করেছে। অ্যাপটির আকার মাত্র ৫৭৩ কিলোবাইট। গুগল প্লেস্টোরে অ্যাপটি তালিকাভুক্ত হয়েছে। ইনস্টাগ্রামের এক মুখপাত্র বিষয়টি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে নিশ্চিত করেছেন।

ইনস্টাগ্রাম লাইট অ্যাপটি সম্প্রতি মেক্সিকোতে পরীক্ষা চালানো হয়। ইনস্টাগ্রামের ওই মুখপাত্র জানান, লাইট সংস্করণের অ্যাপটি শিগগিরই উন্নয়নশীল দেশগুলোর জন্য ছাড়া হবে। অ্যান্ড্রয়েড ফোনের জন্য বিশেষভাবে তৈরি অ্যাপটি রাখতে মোবাইলে জায়গা লাগবে কম। এটি কম ডেটা খরচ করবে এবং দ্রুত চালু হবে।

অ্যাপটিতে ফিচার হিসেবে ছবি পোস্ট করা, স্টোরি শেয়ার করা, এক্সপ্লোর ট্যাবে নতুন কনটেন্ট খোঁজ করা যাবে। ইনস্টাগ্রাম লাইট সংস্করণে আপাতত ডাইরেক্ট মেসেজেস ফিচারটি নেই। তবে শিগগিরই এটি যুক্ত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের পক্ষ থেকে নতুন নতুন সেবার ঘোষণা আসছে। সম্প্রতি আইজিটিভি নামের নতুন একটি নির্দিষ্ট ভিডিও অ্যাপের ঘোষণা দেয় ইনস্টাগ্রাম। এতে উঠতি ইন্টারনেট তারকা, চিত্রশিল্পী ও পোষা প্রাণীদের ভিডিও রাখা যাবে। এ অ্যাপটির মাধ্যমে গুগলের ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নামল ইনস্টাগ্রাম।

এর বাইরে ইনস্টাগ্রামে এক্সপ্লোর ট্যাব ও গ্রুপ ভিডিও কলের মতো ফিচার যুক্ত হয়েছে। এ ছাড়া টপিক চ্যানেল যেমন ‘অ্যানিমেলস’ বা ‘ফটোগ্রাফি’র মতো ফিচার এনেছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version