বিনোদন

‘ঈদের আনন্দ থেকে নিজেদের বিরত রাখা যাবে না’

Published

on

দেশব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বিশেষ এই দিনে ভক্ত-অনুসারীদের শুভেচ্ছা জানাচ্ছেন তারকারা। কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, কেউ ভিডিও বার্তা দিয়ে নিজেদের কথা পৌঁছে দিচ্ছেন ভক্তদের মাঝে। আনন্দের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকার পরামর্শও দিচ্ছেন তারা।

চিত্রনায়িকা বুবলী তার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যদিও পরপর কয়েকটা ঈদ একদমই ভালো যাচ্ছে না কোভিড-১৯-এর কারণে। কোভিড ১৯-এ কথাটি আমাদের সবার জীবনে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কিন্তু কিছুই করার নেই। এই করোনার সঙ্গে যুদ্ধ করে আমাদের সুস্থ থাকতে হবে, বেঁচে থাকতে হবে, ভালো থাকতে হবে।’

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য কী করতে হবে, সেটাও সংক্ষেপে বলে দিয়েছেন বুবলী। তার ভাষ্য, ‘কোভিড-১৯ থেকে বাঁচার জন্য আমাদের কী সাবধানতা অবলম্বন করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তা আমরা সবাই জানি। হ্যান্ড স্যানিটাইজ করা‌ মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা এবং সুন্দরভাবে কাজ করা, সুস্থভাবে থাকা- এই জিনিসগুলো আমরা সবাই জানি। তাই প্লিজ, আমরা সবাই যে যার যার জায়গা থেকে একটু মেইনটেইন করে চলি, আমরা নিজেদের সুরক্ষার পাশাপাশি পরিবারের সবার সুরক্ষার নিশ্চয়তা দিতে পারব।’

সাবধানে থাকার জন্য যে আবার ঈদের আনন্দ বাদ দিতে হবে, এমনটা মনে করেন না বুবলী। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেইনটেইন করে চলতে হবে এবং ঈদের আনন্দ থেকে তো একদমই নিজেদের বিরত রাখা যাবে না। তাই সাবধানে থেকে পরিবারের সবার সঙ্গে ঈদ উদযাপন করব, আমরা নিরাপদ থাকব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন। সবাই আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version