আন্তর্জাতিক

উগ্রবাদ ও সন্ত্রাসবাদকে পরাস্ত করতে পাকিস্তান ও সৌদি আরবের প্রতিশ্রুতি

Published

on

উগ্রবাদ ও সন্ত্রাসবাদকে পরাস্ত করতে পাকিস্তান ও সৌদি আরব সবসময় পরস্পরের পাশাপাশি থাকার ইচ্ছার কথা জানিয়েছে।

সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে জেদ্দায় সৌদি নেতৃবৃন্দের বৈঠকে বুধবার দুই দেশে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় তিনি সৌদি নেতৃবৃন্দকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি নেতৃবৃন্দ নীতিগতভাবে ইমরান খানের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

দুপক্ষের চেষ্টা ও আত্মত্যাগের কথা স্বীকার করে অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করার প্রয়োজনীতার কথা বলেছে দুই দেশ।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে মুসলমানদের দুর্দশার কথা সৌদি নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এ সময় দুদেশই ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি জোর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version