Highlights

উজিরপুরের বি.কে স্কুলে সালিশ চলাকালে দুপক্ষের সংঘর্ষ, গুরুতর আহত ৪

Published

on

জহিরুল ইসলাম টুকু, উজিরপুর:

বরিশাল জেলার উজিরপুর থানার বড়াকোঠা ইউনিয়নের বিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে বড়াকোঠার বাসিন্দা বাবুল মোল্লা ও আনসার মোল্লার জমি নিয়ে সোমবার (১৩ই জুলাই) সকালে সালিশ চলাকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুপক্ষের চারজন গুরুতর আহত হয়ে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
ঘটনার বর্নণায় বড়াকোঠা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহালম সালিশিতে একজন সালিশদার হিসেবে উপস্থিত ছিলেন উল্লেখ করে বলেন, বড়াকোঠা গ্রামের বাবুল মোল্লা এবং আনসার মোল্লা আপন দুই ভাইয়ের বাড়ির জমি বন্টন নিয়ে বি.কে মাধ্যমিক বিদ্যালয়ে সালিশ বসে। সালিশি প্রায় শেষ পর্যায়ে তখন আনসার মোল্লার ছেলে হারুন মোল্লা বাবুল মোল্লাকে গিয়ে বলেন চাচা আসেন কোরান শরীফ হাতে নিয়ে আমরা সত্য কথা বলি। এ কথা শুনে বাবুল মোল্লা ক্ষিপ্ত হয়। বাবুল মোল্লা অফিস কক্ষের টেবিলে থাপ্পড় দিয়ে বলে সালাদের ধর। এরপরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার জানান, দুপক্ষের ৪জন আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
এছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে বড়াকোঠা ইউনিয়নের ১নং ইউপি সদস্য মো. ফারুক মৃধা গুরুতর আহত হয়।
উজিরপুর মডেল থানার এস.আই মো. রবিউল ইসলামের নেতৃত্বে একটি ফোর্স তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন। সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এস আই রবিউল ইসলাম।
সালিশিতে সালিশদার হিসেবে উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, বি.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মতিউর রহমান ও হুমায়ুন কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version