দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিষয়ে দালিলিক প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বিকালে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সাবেক বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান প্রসঙ্গে দুদক চেয়ারম্যান আরও বলেন, আমরা অনুসন্ধান করছি কি না-এ বিষয়ে সরাসরি উত্তর দেওয়া সম্ভব না। দুদক দালিলিক প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে তদন্ত বা অনুসন্ধান করে না। এক্ষেত্রেও আমাদেরকে দালিলিক প্রমাণ বের করতে হবে।
দুদক চেয়ারম্যান বলেন, দু’জন ব্যক্তির বিরুদ্ধে ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণের ওই টাকা অবৈধভাবে অন্যত্র স্থানান্তর করার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে দুদক অনুসন্ধান করছে, যা এখনো চলমান। প্রমাণসহ আমাদেরকে খুঁজে বের করতে হবে ওই টাকা কোথায়, কীভাবে এবং কেন গেল। তারপর অনুসন্ধানের ব্যাপারে বক্তব্য দেওয়া সম্ভব হবে। এসকে সিনহা এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা এমন একজন ব্যক্তির ব্যাপারে বলছেন, যিনি অনেক বৃহত্। তাই আমাকে বিব্রত না করাটাই সবার জন্য ভালো।’ তবে সেই চার কোটি টাকার অনুসন্ধান দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, আইনমন্ত্রী আনিসুল হক সমপ্রতি সাংবাদিকদের বলেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে যখন মামলা করবে, তখনই মামলা হবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইকবাল মাহমুদ বলেন, ‘মন্ত্রী মহোদয় কি বলেছেন, সেটা আমার বিষয় না। তার কথায় তো দুদক মামলা করবে না। দুদক স্বাধীন প্রতিষ্ঠান।’ বিচারপতি সিনহা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগের কথা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কই, আপনাদের কাছে ১১টি অভিযোগ আছে নাকি? থাকলে দেন।’