Highlights

কাউনিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ওএমএস ডিলারের ৩০ হাজার টাকা জরিমানা

Published

on

কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ওএমএস এর চাল ওজনে কম দেয়ার অপরাধে এক ওএমএস ডিলারের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের সহকারি ফারুক হোসেন জানান, মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার সাব্দী পার্কের মোড় এলাকায় ওএমএস এর চাল বিক্রি কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ উলফৎ আরা বেগমের নেতৃত্বে আকস্মিক অভিযান চালিয়ে চাল ওজনে কম দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ওএমএস ডিলার সাইফুল ইসলামের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় সাথে ছিলো একদল থানাপুলিশ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে ঈদকে ঘিরে দুস্থদের ওএমএস এর চাল বিতরণে এমন ঘটনা দুঃখজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version