কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদের অর্থায়নে জাইকার সহযোগিতায় উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তায় ২০টি সোলার প্যানেল স্ট্রিট লাইট স্থাপন শুরু করা হয়েছে। এলাকাবাসী বলছে, এটি সরকারের সফল উদ্যোগ।
মঙ্গলবার (০২ জুন) সকালে উপজেলার থানা রোডে ১৪টি, হারাগাছের নিভৃত পল্লীমারী এলাকায় ৪টি ও উপজেলা পরিষদ চত্বরে ২টি সোলার প্যানেল স্ট্রিট লাইট স্থাপনের কাজ শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী সৈয়দ মোঃ জায়েদ বিণ্ মাছুদ, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী প্রমূখ।
১’শ ফুট দুরুত্বে আগামী ১০ জুনের মধ্যে এসব সোলার প্যানেল স্ট্রিট লাইট স্থাপন সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অতঃপর বাসস্টান্ড থেকে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পর্যন্ত অন্ধকারাছন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে সৌর বাতি স্থাপনে কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয়রা।