দেশজুড়ে

কাউনিয়ায় উপজেলা পর্যায়ে মাল্টি স্টেক হোল্ডারস্ ফোরাম গঠন বিষয়ে কর্মশালা

Published

on

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ বুধবার (৩০শে মে) বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে অক্সফ্যাম এর সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ রি-কল ২০২১ প্রকল্প এর বাস্তবায়নে রংপুরের কাউনিয়ায় উপজেলা পর্যায়ে মাল্টি স্টেক হোল্ডারস্ ফোরাম গঠন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রহমত উন নবী, সমবায় কর্মকর্তা মাহাবুবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সাইফুল আলম, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ, পেশাজীবী ফোরাম এর সভাপতি আজিজুল ইসলাম অবঃ বিডিআর, সম্পাদক সহকারী অধ্যাপক শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজু, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রকল্প সমন্বয়কারী হাফিজুর রহমান, ফিল্ড কো-অডিনেটর অনুপমা রায় প্রমূখ। কর্মশালায় ৩০জন অংশগ্রহন করে।
কর্মশালা শেষে শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজু কে সভাপতি ও সারওয়ার আলম মুকুল কে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট মাল্টি স্টেক হোল্ডারস্ ফোরাম গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version