দেশজুড়ে

কাউনিয়ায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কন্সালটেশন অনুষ্ঠিত

Published

on

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় আজ বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে আরডিআরএস-বাংলাদেশ, রংপুর এর আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কন্সালটেশন নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

কন্সালটেশনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ, প্রাণীসম্পদ কর্মকর্তা রহমত উন নবী, সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুবুল ইসলাম, আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক মনিরুজ্জামান, আরডিআরএস-বাংলাদেশ, রংপুর এর জিএনএ প্রকল্পের প্রজেক্ট ব্যবস্থাপক ফারজানা ফেরদৌসি, প্রজেক্ট কর্মকর্তা আকতারুল ইসলাম, আরডিআরএস-বাংলাদেশ, রংপুর এর রি-কল ২০২১ প্রকল্প সমন্বয়কারী হাফিজুর রহমান, ইউপি সদস্য নুরুন্নবী মিয়া প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ ইউপি সদস্যবৃন্দ।

এসময় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভুমিকা, দাপ্তরিক পদক্ষেপ এবং করনীয় বিষয় গুলো বক্তব্যে উঠে আসে। পরে সভার সভাপতি বাল্যবিয়ে ও যৌন হয়রানি মুক্ত উপজেলা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version