কাউনিয়া প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে রংপুরের কাউনিয়ায় বাড়ি বাড়ি গিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম।
শুক্রবার (০৩ এপ্রিল) উপজেলার সারাই ও হারাগাছ ইউনিয়নে করোনার প্রভাবে কর্মহীন হওয়া রিক্সা-ভ্যান চালক, হোটেল কর্মচারী, দিনমজুরসহ অসহায় দুস্থদের মাঝে নিজ হাতে খাদ্য সহায়তার চাল ও আলু তুলে দেন তিনি।
আঙ্গুরা বেগম জানান, করোনার থাবায় বিপর্যয়ে পড়ে কেউ যাতে অনাহারে না থাকে তাই তিনি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নেয়াসহ এসব হতদরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। এসময় তিনি করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রাখতে অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হতে সকলকে অনুরোধ করেন।
ইতোমধ্যে ভয়াবহ করোনার বিস্তার রোধে উপজেলার সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ ছাড়াও খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।