কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় হোম কোয়ারেন্টাইনের শর্ত না মেনে বাইরে চলাফেরা ও অন্যান্য কর্মকান্ডে যুক্ত হওয়ায় এরশাদ মন্ডল (৩২) কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত সাইফুদ্দিন মন্ডলের ছেলে। তাকে উপজেলার টেপামধুপুরের ভায়ারহাটে ঘোরাফেরার অপরাধে আটক করা হয়।
মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধায় ভ্রাম্যমাণ আদালতে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা অনুসরণ না করার দায়ে এ রায় প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফৎ আরা বেগম। এসময় সাথে ছিলো কাউনিয়া থানাপুলিশ। ভ্রাম্যমাণ আদালতের রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও আরো ৭ দিন হোম কোয়ারেন্টানে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এরশাদ মন্ডল গত ১৩ মার্চ অসুস্থ ভাইয়ের চিকিৎসা শেষে দু’ভাই ভারতের চেন্নাই থেকে চেংরাবান্ধা হয়ে দেশে ফিরে আসেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসাধারণকে আতংকিত না হয়ে নির্দেশনা মেনে করোনার সংক্রমণ প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন ও সতর্ক থেকে সবার সহযোগিতা কামনা করেছেন।