Highlights

কাউনিয়া মেডিকেলে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে অজ্ঞাত যুবক ও এক বৃদ্ধা

Published

on

মিজান, কাউনিয়া (রংপুর)প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত ১৮ বছরের এক যুবক ও ৭০ বছর বয়সের এক বৃদ্ধা মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে। এখানে যেন মানবতা নিরবে কাঁদে। তাদের দেখভাল করার কেউ নেই।
সরেজমিনে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা গেছে, গত রবিবার (২২শে এপ্রিল) রাতে হলদীবাড়ি রেলগেট এলাকার কতিপয় সহৃদব্যক্তি গুরুতর আহত অবস্থায় এক যুবককে এনে ভর্তি করে। তার মাথা, কোমড় ও পাসহ বিভিন্ন জায়গায় মারাত্বক যখম হয়েছে। তার এখন পর্যন্ত জ্ঞান ফিরেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ঢাকা থেকে কুড়িগ্রাম গামী একটি নাইট কোচ থেকে ছেলেটি হয়তো পড়ে গেছে অথবা ফেলে দিয়ে গেছে। অপর দিকে গত শুক্রবার (২০শে এপ্রিল) বালিকা বিদ্যালয় মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ধারে ৭০ বছর বয়স্ক এক বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় কাঁদতে দেখে কয়েকজন স্থানীয় লোক তাকে জিজ্ঞাসাবাদ করতে করতেই সে মাটিতে লুটিয়ে পড়ে, পরে তাকে মেডিকেলে ভর্তি করা হয়। সে তার বাড়িঘর কিছুই বলতে পারেনা। সোমবার (২৩শে এপ্রিল) মেডিকেলে গিয়ে তাকে জিজ্ঞাসা করলে অস্পষ্ট ভাষায় শুধু বলে তার ছেলে নুর ইসলাম আর বলে রাজেন্দ্র, এছাড়া আর কিছুই বলতে পারে না। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আসিফ ফেরদৌস জানান, রোগী দুটির চিকিৎসা চলছে। তবে যুবক ছেলেটির অবস্থা ভাল না। তার সিটি স্ক্যান সহ বেশ কিছু টেষ্ট দরকার। ছেলেটির দিকে তাকালে মনে হয় মানবতা নিরবে কাঁদে। তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version