ভারতের কেরালায় শবরীমালা মন্দিরে মেয়েদের ঢুকতে বাঁধা দেয় বিজেপিসহ বিভিন্ন হিন্দুত্ববাদী দল। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর বুধবারই প্রথম মন্দির খোলায় নারীরা প্রস্তুতি নেয় মন্দিরে প্রবেশের। এটাকে কেন্দ্র করে তুমুল সংঘাত ও উত্তেজনা শুরু হয়েছে। নারীদের প্রবেশ আটকাতে ওই মন্দিরকে ঘিরে চেকপোস্ট বসানো হয়েছে ও জোর করে গাড়ি থেকে মেয়েদের নামিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট শবরীমালায় দশ থেকে পঞ্চাশ বছর বয়সী নারীদের ঢোকার অনুমতি দিয়েছে। কিন্তু সেই রায়ের বাস্তবায়ন ঠেকানোর জন্য কেরালাজুড়ে বিজেপিসহ বিভিন্ন হিন্দুত্ববাদী দলের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে।
সুপ্রিম কোর্টের রায়ের পর আজ বুধবারই প্রথম মন্দির খুলছে। আর যাবতীয় বাধাকে উপেক্ষা করে মন্দিরে ঢোকার প্রস্তুতিও নিয়েছেন অনেক নারী ও অ্যাক্টিভিস্ট। বিরোধীরা কেবল রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করেই থেমে থাকেননি, শবরীমালা মন্দির যে পাহাড়ের ওপর সেটিকে ঘিরে তুমুল প্রতিবাদ আন্দোলন চালাচ্ছেন।