কোরবানি দিতে গিয়ে আহত হয়ে নগরসহ আশপাশের উপজেলার ৩৫ জন লোক হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। প্রতিবছরই কোরবানি দেওয়ার সময় অসচেতনতার কারণে অনেকে আহত হন।
কোরবানির চাকুতে কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। গরু-মহিষের শিংয়ে আঘাত পেয়েও অনেকে আহত হন। নতুন কসাই এবং মাংস কাটতে গিয়ে পরিবারের লোকজন আহত হন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৫ জন লোক আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
এছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন কোরবানি দিতে গিয়ে আহত ১০ জন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, নগরে ২৫ জন চিকিৎসা নিয়েছেন। কোরবানি দিতে গিয়ে তাদের হাত-পা সহ শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়।