করফাঁকির দায়ে পর্তুগালের মহাতারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের বিচারিক আদালত। বিশ্বকাপে স্পেনের বিপক্ষে খেলতে নামার ঠিক আগে সিআর সেভেনের বিরুদ্ধে এই দণ্ড ঘোষিত হলো। তবে কোনো ফৌজদারি অপরাধের অতীত না থাকায় শর্তসাপেক্ষে কারাভোগ থেকে রেহাই পাবেন পর্তুগিজ সুপারস্টার।
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলতে থাকা রোনালদো ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত সময়ে তার আয় থেকে প্রায় ১ কোটি ৪৭ লাখ ইউরোর কর ফাঁকি দেন বলে প্রমাণ করেন সরকারি কৌঁসুলিরা। এরই প্রেক্ষিতে শুক্রবার (১৫ জুন) আদালত রোনালদোর বিরুদ্ধে এ সাজা ঘোষণা করেন। পর্তুগিজ সুপারস্টারকে ১ কোটি ৮৮ লাখ ইউরো অর্থশোধও করতে হবে স্প্যানিশ কর বিভাগের কাছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রোনালদোর বিরুদ্ধে চারটি আর্থিক অপরাধের প্রমাণ মিলেছে, যেজন্য তাকে প্রতিটিতে ছয় মাস করে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়।