সাংবাদিক খাশোগি হত্যাকান্ড প্রসঙ্গে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখ খুললেন। তিনি বলেন, সৌদি সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টিকে ইতিহাসের জঘন্যতম গুমের ঘটনা ।
ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, ওই ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিপদে পড়তে হবে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, এ ঘটনায় দায়ীদের অবশ্যই শাস্তি দেবে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে শনাক্ত হওয়া ২১ সন্দেহভাজনের ভিসা বাতিল করা হচ্ছে।
প্রসঙ্গত, ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি। গত শুক্রবার প্রথমবারের মতো খাশোগি নিহত হওয়ার কথা স্বীকার করে সৌদি। কিন্তু তাদের দাবি, তারা খাশোগিকে দেশে ফিরিয়ে আনতে গিয়েছিল, হত্যার উদ্দেশ্য ছিল না।