Highlights

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

Published

on

নিউজ ডেস্ক:
গাইবান্ধার পলাশবাড়ী সদর উপজেলার উত্তর বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আরও আহত হয়েছেন তিন জন। শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিকেলে যাত্রীবাহী একটি অটোরিকশা পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে ওই বাসস্ট্যান্ড সংলগ্ন প্রশিকা অফিসের সামনে রংপুরগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন।

গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (এএসপি) উদয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অপরদিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের সাপমারা ইউনিয়নের সারাই গ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাটিতে ছিঁটকে পড়ে আব্দুস সালাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এসময় তার সাথে থাকা মটরসাইকেলে থাকা ফুল মিয়া নামের অপর যুবকও ছিঁটকে পড়ে গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত আব্দুস সালাম একই ইউনিয়নের খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। অপরজন পন্ডিতপুর গ্রামের ফেরদৌসের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মিলন চ্যাটার্জী এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version