আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ম্যাংখুতের আঘাতে ফিলিপাইনে মৃতের সংখ্যা ৮১

Published

on

ঘূর্ণিঝড় ম্যাংখুতের আঘাতে ফিলিপাইনে এ পর্যন্ত ৮১ জন মারা গেছেন। এ সংখ্যা ১০০’তে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট একটি ভূমিধসের পর উদ্ধারকারীরা বেশ কিছু লোকের প্রাণহানির আশংকা করছেন। বুধবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

খবরে বলা হয়, ম্যাংখুতের আঘাতের পর ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাতে দেশটির উত্তরাঞ্চলে কৃষি জমিসহ ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে গেছে। এদিকে দেশটির ইটোগো শহরে বড় ধরনের ভূমিধসের পর মৃতের সংখ্যা আরো বাড়তে পাওে বলে আশংকা করা হচ্ছে।

বেসামরিক প্রতিরক্ষা প্রধান রিকার্ডো জালাদ এএফপিকে বলেন, ইটোগোতে এখন পর্যন্ত ৫৯ জন নিখোঁজ রয়েছে। তাই মৃতের সংখ্যা একশ’ ছাড়াতে পারে।

চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড় ফিলিপাইনের পর হংকংয়ে আঘাত হানে। এতে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং এ চারজনের প্রাণহানি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version