মোঃ রাজু আহমেদ, চট্টগ্রাম অফিস :
চট্টগ্রামে করোনা আতংকে ব্যাপক প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের উপর।যারা বিভিন্ন ভাবে দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে। বাদ পড়েনি রিক্সা ওয়ালারাও, করোনা আতংকে রিক্সার যাত্রী না থাকায় রিক্সা নিয়ে নামছেন না তারা,সারা দেশের ন্যায় চট্টগ্রামে সকল ধরণের নির্মাণ কাজ বন্ধ আর শ্রমিক শ্রেণী ও রিক্সা ওয়ালারা পড়েছে বিপাকে । চট্টগ্রাম আম বাগানের রিক্সা চালক মোঃ আনোয়ার হোসেন বলেন আমবাগানে ৫ হাজার রিক্সা চালক আছে তাদের মধ্যে অনেকে চলে গিয়েছে বাড়িতে , আনয়ারের গত তিনদিন থেকে ঘরে নেই পর্যাপ্ত টাকা আর করোনা আতংকে নামা যাবেনা বাহিরে।সামনের দিনগুলো কিভাবে যাবে এমনটি ভাবছেন নিম্ন আয়ের শ্রমিক শ্রেণীর মানুষেরা।