মোঃ রাজু আহমেদ, চট্টগ্রাম:
ঘরে খাবার না থাকায় আর কেউ ঘরে দিতে আসছেনা খাবার তাই অনেকেই চলে এসেছে রাস্তায়।যদি কেউ এসে কিছু খাবার দিয়ে যায়।যখন সারা বিশ্ব সহ বাংলাদেশও লকডাউন আর সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসন খুব তৎপর,কিন্তু কি হবে ঘবে যে খাবার নেই,তাহমিনা নামে একজন তার ঘরে আছে শিশু বাচ্চা খাবারও নেই তাই রাস্তায় এসেছে সকাল ৯ টায় আর যখন দুপুর ১২ টা তখনো কেউ কিছু দেয়নি।আজ শুক্রুবার নগরীর আকবরশহ মোড়ের গার্লস স্কুলের নিচ থেকে ছবিটি তোলা।এখানে এসেছে শত মানুষের উপরে যারা মানছেনা সামাজিক দূরত্ব,আর দ্রুত ব্যবস্থা না নিলে করোনা ভাইরাসের ঝুঁকিতে পোড়তে পারে অনেকে।