Highlights

চীনা আগ্রাসন ঠেকাতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান

Published

on

নিউজ ডেস্ক:
তাইওয়ান থেকে ২০০ মাইলেরও কম দূরত্বে একটি দ্বীপে বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করতে যাচ্ছে জাপান। দেশটির শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিরক্ষা কর্মকর্তা নোবুও কিশি শনিবার সাংবাদিকদের বলেন, জাপান সরকার ওকিনাওয়া প্রিফেকচারের অংশ ইশিগাকিতে অতিরিক্ত ৫০০ থেকে ৬০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মী রাখবে, যা নানসেই দ্বীপ শৃঙ্খলের শেষের দিকে অবস্থিত। এটা তাইওয়ান থেকে মাত্র ১৮৫ মাইল দূরে এবং এমনকি সেনকাকু দ্বীপপুঞ্জের কাছাকাছি।

জাপান, চীন এবং তাইওয়ান দ্বীপটির ওপর সার্বভৌমত্ব দাবি করে। কিশি বলেন, বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে। কিশি এপ্রিল মাসে জোনাগুনিতে জাপানি সেনাদের পরিদর্শন করেন, সেই সময় তিনি বলেছিলেন, তিনি প্রায় তাইওয়ানের উপকূল দেখতে পাচ্ছেন, যা ৭০ মাইলেরও কম দূরে অবস্থিত।

জাপানের এমন পদক্ষেপ চীনের কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। চীন দীর্ঘদিন ধরেই দক্ষিণ চীন সাগরের বিভিন্ন বিতর্কিত জলসীমায় প্রবেশ করে অস্থিরা সৃষ্টি করছে। সে কারণে আমেরিকা ও ব্রিটেন দক্ষিণ চীন সাগরে যুদ্ধ জাহাজ মোতায়েন করে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version