চীনের একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কের কেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছে এবং আহতের সংখ্যা ১২। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি আরো জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে।আজ শুক্রবার সকাল পর্যন্ত সেখানে আগুন জলতে দেখা গেছে। এ ঘটনায় আহতরা আশঙ্কা মুক্ত বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইবিন হেংড়া টেকনোলজি পরিচালিত ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কেমিক্যাল হাউজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। চীনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো থেকে দেখা যায় সেখান থেকে আগুনের কুণ্ডলীর সাথে কালো ধোয়া উঠতে দেখা যায়।
প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০১৫ সালে চীনের একটি কেমিক্যাল ওয়ার হাউজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৭০ জনের প্রাণহানি ঘটে।