জর্ডানে আকস্মিক বন্যার পানিতে একটি স্কুল বাস ভেসে গেলে অন্তত ১৮ শিক্ষার্থীর মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
গতকাল বৃহস্পতিবার জর্ডানের ডে সির কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, স্কুল বাসটিতে ৩৭ জন শিক্ষার্থী এবং সাতজন স্টাফ ছিলেন। তারা জারা মাইন এলাকার দিকে যাচ্ছিলেন।
এ ব্যাপারে কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিক বন্যার পানিতে বাসটি পানিতে ভেসে গেলে বেশ কয়েকজন প্রাণ হারায়। উদ্ধার অভিযান চলছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকা থেকে এখন পর্যন্ত ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। এই উদ্ধার অভিযানে কাজ করছে সেনা সদস্যরা।
দেশটির পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ আল সাহারা সরকারী টেলিভিশনকে বলেছেন, উদ্ধারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর রয়টার্স।
এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যায় হতাহতের ঘটনায় জর্ডানের রাজা আবদুল্লাহ তাঁর বাহরাইন সফর বাতিল করেছেন।
অপরদিকে এ দুর্ঘটনার পর শিক্ষার্থীদের উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে ইসরাইল। ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে, জর্ডান সরকারের অনুরোধে উদ্ধার তৎপরতার জন্য তারা একাধিক হেলিকাপ্টার পাঠিয়েছে।