জাতিসংঘ দূত নিকোলাই মেলদেনোভ ইসরাইল ও হামাসের মধ্যে চুক্তির চেষ্টার মাধ্যমে তার দায়িত্বের সীমারেখা ছাড়িয়ে গেছেন বলে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির সদস্য আহমেদ মাজদালানী এ অভিযোগ করেন।
মাজদালানী বলেন, তিনি (দূত) ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি স্বাক্ষরের চেষ্টার মাধ্যমে তার দায়িত্বের সীমারেখা ছাড়িয়ে গেছেন।তার ভূমিকা ফিলিস্তিনের জাতীয় নিরাপত্তা ও আমাদের জনগণের মধ্যকার ঐক্যে প্রভাব ফেলেছে।
তবে এ ব্যাপারে মেলদেনোভ বা জাতিসংঘের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।