আন্তর্জাতিক

ট্রাম্প-কিম বৈঠকে নষ্ট হতে পারে সম্পর্ক

Published

on

কিছুদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের বৈঠক শুরু হতে যাচ্ছে। তবে দু’দেশের নেতাই তাদের নিজ অবস্থান থেকে চুক্তির বিষয় নিয়ে অনড় রয়েছেন।

যুক্তরাষ্টের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পো বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ধরে রাখা নির্ভর করে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের ওপর। ১২ জুনে সিঙ্গাপুরের বৈঠক নিয়ে পম্পো এসব কথা বলেন।

এদিকে উত্তর কোরিয়া বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ত্যাগ করার ব্যাপারে চাপ দিলে তা বাতিল হতে পারে।

মি. পম্পো বলেন, আমেরিকা প্রস্তুত আছে আলোচনার জন্য, তবে খারাপ কোনো চুক্তির জন্য নয়।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটি একটি শীর্ষ সম্মেলন হবে তবে আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র জানাবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে ট্রাম্প বলেন, পরমাণু অস্ত্র নিরসনের চুক্তির জন্য উত্তর কোরিয়ার শর্ত পূরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version