আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা টুপুলির পুকুরে বীরগঞ্জ এলাকার টোপর কাচারি ঘাটের কয়েক জন জেলে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে তাদের জালে প্রায় ১ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি তাদের জালের মধ্যে উঠে আসে। কষ্টিপাথরের মূর্তিটির একটি হাত কাটা অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় এলাকাবাসী জানান, রবিবার (৮ ই মার্চ) সকাল থেকে জেলেরা ঐ পুকুরটিতে মাছ ধরছিল আনুমানিক দুপুর একটায় তাদের জালে কষ্টিপাথরের মূর্তিটি উঠলে জেলেরা মূর্তি টি নিয়ে তাদের পার্শ্বে থাকা লোকজন কে দেখায় এভাবে মুহূর্তের মধ্যে বিষয় টি জানাজানি হলে উৎসুক জনতা মূর্তি টি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে।
এলাকাবাসী বিষয় টি ঠাকুরগাঁও সদর থানায় অবগত করলে ঠাকুরগাঁও সদর থানার চার সদস্যের একটি দল ঘটনা স্থলে আসলে তাদের হাতে কষ্টিপাথরের মূর্তি টি তুলে দেয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম মূর্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।