ঠাকুরগাঁও প্রতিনিধি : বিরল প্রজাতির ভারতীয় নীল গাই (গরু) উদ্বার করা হয়েছে গতকাল মঙ্গলবার ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ যদুয়ার এলাকা থেকে।
জানা যায়,ভারতীয় নীল গাইটি যদুয়ার নদীর কাছের এক ঝোপ ঝাড়ে আটকে পড়ে। সেই নদীতেই দুপুর বেলা মাছ ধরছিলো ঐ গ্রামের পুরানু ছেলে মকবুল(৩৫) সুলতানের ছেলে আবু জাহেদ(৩৪) তারা নীল গাইটি দেখতে পেয়ে হায়দার বুধু সামশুলের সহযোগিতায় নদী থেকে উদ্বার করে আবু জাহেদের বাসায় নিয়ে আসে। সেখানে ধীরে ধীরে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে এক পলক দেখার লক্ষে।
খবর পেয়ে উপজেলা ফরেস্ট কর্মকর্তা শাহাজাহন আলী থানা প্রশাসনের সহযোগিতায় গতকাল মঙ্গবাল বিকেলে উদ্বার করে নিয়ে আসে ভারতীয় নীল গাইটিকে। এটিকে রাস্ট্রীয় সম্পদ হিসেবে সংরক্ষন করা হবে বলে তিনি।