আন্তর্জাতিক

তুরস্কে মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়ার হুমকি

Published

on

তুরস্কে মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপল’স পার্টি বা সিএইচপির প্রেসিডেন্ট প্রার্থী মুহাররেম ইনসে ।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনকে যদি ওয়াশিংটন আগামী ক্রিসমাসের আগে ফেরত না দেয় তাহলে ইনজারলিক বিমানঘাঁটি বন্ধ করে দেয়া হবে।

মুহাররেম ইনসে তুরস্কের ফক্স টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ হুমকি দেন।

তিনি বলেন, ওয়াশিংটনকে অবশ্যই গুলেনের বহিষ্কারের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তুরস্কের ইনজারলিক ঘাঁটি হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি।

তুর্কি সরকার ও বেশির ভাগ রাজনৈতিক দল মনে করে, ২০১৬ সালের জুলাই মাসে সংঘটিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানে গুলেন হচ্ছেন মূল পরিকল্পনাকারী। তবে গুলেন সে অভিযোগ সব সময় নাকচ করে আসছেন।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে করে ইনসে আরও বলেন, যদি আপনারা গুলেনকে ফেরত না দেন তাহলে আমরা ইনজারলিক ঘাঁটি বন্ধ করে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে মার্কিন সেনা ফেরত পাঠাব যাতে তারা দেশে গিয়ে পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version