হায়দরাবাদের দেয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ৬ ওভার শেষেও ম্যাচের পাল্লা ছিল সানরাইজার্সের দিকে। চেন্নাইয়ের সংগ্রহ ছিলো ১ উইকেটে ৩৫ রান। এর পর সুরেশ রায়নাকে নিয়ে ম্যাচের রং বদলে দিয়েছেন ওয়াটসন। দুজনে ১১৭ রানের জুটি গড়েছেন মাত্র ৫৭ বলে। ৩২ রান করে রায়না ফিরে গেলেও আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। এ এমন এক ইনিংস, আফসোসটুকু করারও সুযোগ পেল না হায়দরাবাদ। ওয়াটসনের ১১৭ রানের ইনিংসে ৮ উইকেট আর ১০ বল হাতে রেখে জিতল চেন্নাই।
এর আগে টস জিতে ল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে হায়দারাবাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান দেখে শুনে খেলা শুরু করে। তবে দলীয় ১৩ রানে গোস্বামী রান আউট হয়ে সাজঘরে ফিরে গেলে ইনিংসের হাল ধরে শিখর ধাওয়ান ও অধিনায়ক কেন উইলিয়ামসন। দুজনে মিলে ৫১ রানে জুটি গড়েন। এরপর ধাওয়ান ব্যক্তিগত ২৬ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। মাত্র ১৫ বলে ২৩ রানের মারমুখী ইনিংস খেলেন সাকিব। হায়দারাবাদ ইনিংসের শেষ দিকে ইউসুফ পাঠান ও কার্লোস ব্র্যাথওয়েটের ঝড়ো ব্যাটিংয়ে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় হায়দারাবাদ।
চেন্নাইয়ের হয়ে এনগিদি, ব্রাভো, ঠাকুর, শর্মা, জাদেজা সবাই ১ টা করে উইকেট পান।