Highlights

থমকে আছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

Published

on

বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকাজুরে তীব্র যানজটে থমকে গেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। এতে করে ঈদে ঘরমুখো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থেকে নারী ও শিশুরা বেশি ভোগান্তিতে পড়েছে। স্বাভাবিকের তুলানায় অতিরিক্ত যানবহনের চাপ থাকায় এবং সিরাজগঞ্জের দিকে গাড়ি টানতে না পারায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২০ জুলাই) রাত পৌনে ৯ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া পর্যন্ত ৪০ কিলোমিটার রাস্তা জুড়ে উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের দীর্ঘ লাইন। একই স্থানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে একটু একটু করে এগোচ্ছে যানবাহন।

বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় প্রতিতিন ১২-১৩ হাজার যানবাহন সেতু পারাপার হয়। কিন্তু গত কয়েকদিন ধরে স্বাভাবিকের চেয়ে কয়েকগুন বেশি যানবাহন চলাচল করছে। সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৪২৩টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version