Highlights

ধর্মীয় উৎসবে হিন্দু মুসলিম একাকার হয়ে যায় : খাদ্যমন্ত্রী

Published

on

নওগাঁ: ধর্মীয় উৎসবে হিন্দু মুসলিম সবাই একাকার হয়ে যায়। বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার উৎসব সবার। তাই কি ঈদ, কি পূজা সকল ধর্মীয় উৎসবেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান দেশের সকলে একাকার হয়ে যাই। দেশের সম্প্রীতিকে ধরে রাখতে হলে সকল ধর্মকে সম্মান করতে হবে। আমরা যদি এক অপরকে সম্মান না করি তাহলে ধর্মীয সম্প্রীতি নষ্ট হয়ে যাবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় ভার্চুয়ালী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন প্রমুখ।

মাহমুদুন নবী বেলাল/নওগাঁ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version