Highlights

নগরীর আগ্রাবাদে মেয়রের ৩৫০ পরিবারের মধ্যে ভোগ্য পণ্য বিতরণ

Published

on


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন,যেখানে দুর্যোগ সেখানেই মানবিক হাত প্রসারিত করতে হবে।আজ বুধবার সন্ধ্যায় সামাজিক সংগঠনএকতা গোষ্ঠীর উদ‍্যোগে নগরীর আগ্রাবাদে অসচ্ছল ৩ শত ৫০ পরিবারকে ভোগ‍্যপন‍্য বিতরনকালে মেয়র এইকথা বলেন। মেয়র বলেন
করোনার এই মহা-দুর্যোগে আত্ম মানবতার সেবায় এইরকম সামাজিক সংঘটনগুলো এগিয়ে আসলে অন‍্যরাও উৎসাহি হবে।তিনি বলেন বৈশ্বিক এই ক্রান্তিলগ্নে
একা নয়, বাঁচলে একসাথে বাঁচবো, লড়লে একসাথে লড়বো এই ব্রত নিয়ে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। মহান আল্লাহ্ সহায় হলে
ক্ষুধা ও করোনার বিপক্ষে এই লড়াইয়ে একদিন জয় আসবেই। নতুন একটি সুস্থ ভোরের অপেক্ষায় আমরা সকলে।
ত্রান বিতরনকালে অজয় চৌধুরী, উৎপল বিশ্বাস,মিঠু রাহা, শিবু প্রসাদ চৌধুরী, কিশোর চৌধুরী, বাবুল দাশ তনয়, প্রদীপ চৌধুরী, সুমন কর, বিপ্লব কর, উত্তম মজুমদার, বিশ্বজিত দাশ জুয়েল, সত্যজিত দাশ রাসেল, চট্রগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ, সিবিএ এর সাধারন সম্পাদক মোহাম্মদ আলমগীর , লিটন রায় ওমামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version