নতুন তিনটি আইফোন আনতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল চলতি বছরে ।
আরবিসি ক্যাপিটাল মার্কেটসের গবেষক অমিত ডায়ানির বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিজিআরতে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।
প্রতিবেদনে বলা হয়, আইফোন এসই২ নামে ৬.১ ইঞ্চি ডিসপ্লের ফোন নিয়ে কাজ করছে অ্যাপল। ফোনটির মূল্য হতে পারে ৭৭৯ মার্কিন ডলার। দামে যা সর্বশেষ বাজারে আসা আইফোন এসই এর তুলনায় দ্বিগুণ।
এদিকে আইফোন ১০ এর পরবর্তী সংস্করণের মূল্য কিছুটা কমিয়ে ৮৯৯ মার্কিন ডলারে বিক্রি হতে পারে। বর্তমানে আইফোন ১০ এর মূল্য এক হাজার মার্কিন ডলার।
ধারণা করা হচ্ছে, এবার ফোনের বাজারে আইফোন ১০ প্লাস নামে একটি ফোন এনে চমক দিতে পারে অ্যাপল। ডিভাইসটির মূল্য হতে পারে ৯৯৯ মার্কিন ডলার।
তবে ফোনটিতে কনফিগারেশন কী থাকবে এই নিয়ে কোন তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বাজারে থাকা ফ্ল্যাশশিপ ফোনের মতই হার্ডওয়্যার দেয়া থাকবে আইফোনগুলোতে।