নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে নদী খনন করাকে কেন্দ্র সংঘর্ষে ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ ৩৮ জনের নামে থানায় মামলা হয়েছে।
পুলিশ হেলাল ও রাজু নামের দুই জনকে গ্রেফতার করেছে।
এজাহার সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের নিয়োগকৃত ঠিকাদার নবাবগঞ্জ থানাধীন ৮নং মাহমুদপুর ইউনিয়নের অন্তর্গত মোগড়পাড়া ডিগ্রী কলেজ সংলগ্ন মাহেলা করতোয়া নদী ৩০ এপ্রিল এ খননের কাজ শুরু করে।
স্থানীয় সচেতন জনসাধারণের নিকট খনন কাজটি নিম্নমানের মর্মে প্রতীয়মান হওয়ায়
১ লা মে বিকালে মামলার বাদী সোহেল রানাসহ স্থানীয় কয়েক জন খনন কাজে নিয়োজিত ঠিকাদারের পক্ষে উপজেলা চেয়ারম্যানের ছেলে সাফিউল আলম পিলুকে কাজের মান সম্পর্কে জিজ্ঞাসা করলে সন্তোষজনক জবাব দিতে নাল পারায় তাদের সাথে কথা কাটাকাটি শুরু করে।
একপর্যায়ে সে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানকে মোবাইল ফোনে সংবাদ দিলে চেয়ারম্যান ঘটনাস্থলে তার লোকজন নিয়ে এসে আমাদের কথা না শুনে আমাদের উপর তার লোক হামলা করে এবং চেয়ারম্যানের কাছে থাকা শর্টগান দিয়ে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাদীর সাথে থাকা লিটন ও রন্জু গুলিবিদ্ধসহ আহত ৬জন হয়।
নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে ও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।