আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সাত মাসে কলেরায় ২৮ জনের মৃত্যু

Published

on

নাইজেরিয়ার গত সাত মাসে কলেরায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল দেশটির এক কর্মকর্তা একথা জানান।

স্বাস্থ্য বিষয়ক স্টেট কমিশনার কাবিরু গেতসো কানো নগরীতে সাংবাদিকদের বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় কানো প্রদেশে স্থানীয় সরকারের আওতাধীন ৩৩টি এলাকায় ৪শ’ জন তীব্র পানিবাহিত ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ৫০ জনের স্বাস্থ্য পরীক্ষার পর কলেরায় আক্রান্ত বলে নিশ্চিতভাবে জানা গেছে।
তিনি আরো জানান, কলেরায় আক্রান্ত ৫০ জনের মদ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে।
কাবিরু বলেন, প্রদেশের পক্ষ থেকে এই মহামারী ঠেকাতে বেশ কয়েকটি নিয়ন্ত্রণ ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি আরো জানান, পদক্ষেপগুলোর মধ্যে মহামারী প্রবণ সকল এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি কারো বমি অথবা ডায়রিয়া হচ্ছে কিনা তারও সন্ধান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version