Highlights

নোয়াখালী জেলার শ্রেষ্ঠ এসআই গিয়াসউদ্দিন

Published

on

সাজ্জাদুল ইসলাম : নোয়াখালী জেলায় শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন সোনাইমুড়ী থানার মোঃ গিয়াস উদ্দিন। জানুয়ারী মাসের পর্যালোচনায় মাদক উদ্ধার ক্যাটাকরিতে তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে নোয়াখালী পুলিশ লাইনের শহীদ মইনুল হক হল রুমে নোয়াখালী পুলিশ সুপার আসাদুজ্জামান বিপিএম, পিপিএম এর হাত থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম (ক্রাইম এন্ড অপস্), বেগমগঞ্জ সার্কেল এএসপি নাজমুল হাসান রাজিব, সোনাইমুড়ী সার্কেল এএসপি নিত্যানন্দ দাশ।

জানা যায়, এসআই গিয়াসউদ্দিন পার্শ্ববর্তী লক্ষীপুর জেলার রামগতি থানার চর শেখান্তর গ্রামের মরহুম হেদায়েতুল্লাহর ছেলে। তিনি ২০০৭ সালে কনেস্টবল পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

পরে ২০১৫ সালে ময়মনসিংহ জেলায় কর্মরত থাকা কালিন সময় বিভাগীয় পদন্নতি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে এএসআই হিসেবে পদন্নোতি পান। পরে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় কর্মরত অবস্থা উপপরিদর্শক হিসেবে পদন্নোতি পান।

এসআই গিয়াসউদ্দিন শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সৃষ্টিকর্তা ও তার সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সেইসাথে আগামী দিনে নীতি-আদর্শের সাথে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version