মামুনুর রশিদ, পঞ্চগড়: “একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না” মটরযান আইন মেনে চলুন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করুন, দেশের উন্নয়নে ভুমিকা রাখুন” এই স্লোগান নিয়ে শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী পঞ্চগড়ে গণসচেতনা মুলক ট্রাফিক অভিযান পরিচালনা করে ট্র্রাফিক পুলিশ। দিনব্যাপী ট্রাফিক গণসচেতনায় মোটরসাইকেল চালকদের সর্তককরণ এবং সড়ক চলাচলের নিয়ম ও আইন মেনে চলার পরার্মশ দেওয়া হয়। হেলমেট বিহীন,মোটর সাইকলের লাইসেন্স ,ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় কাজপত্র না থাকায় বেশ কিছু চালকের বিরুদ্ধে মামলাও করা হয়। ট্রাফিকের বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক পুলিশের পরিদর্শক মনির হোসেন। এসময় রোভার স্কাউটের সদস্য ও শিক্ষার্থীরা এই গণসচেতনতা মুলক কর্মসূচীতে অংশ নেয়।
প্রতিদিন নিয়মিত এ অভিযান অব্যাহত থাকলেও প্রতি শনিবার বিশেষ ভাবে গণসচেতনামুলক ট্রাফিক অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পঞ্চগড় ট্রাফিক পুলিশের পরিদর্শক।