রমজান আলী,পাটগ্রাঃ
২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাত তথা ১ আগস্ট থেকে ছিটমহলের বিলুপ্তি ঘটে। পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের সাবেক ৪ নং বড়খেঙ্গির ছিটমহল বর্তমান মুজিব- ইন্দিরা নগরে ছিটমহল বিলুপ্তির চতুর্থ বর্ষপূর্তি পালন করা হয়। এ দিন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা রাত ১২:০১ মিনিটে মোমবাতি প্রজ্বলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিকৃতিতে পু¯পমাল্য অর্পণ ও আলোক সজ্জা করা হয়। দিনব্যাপী খেলাধুলা, আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিলুপ্ত ছিটমহল ঊন্নয়ন পরিষদের সভাপতি, সাবেক ভারত- বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কেন্দ্রীয় কমিটির নেতা পল্লী চিকিৎসক কবি গোলাম মতিন রুমির সভাপতিত্বে ও পরিচালনায় পালিত অনুষ্ঠানে বাঁশকাটা ছিটমহলের মকছুল হোসেন, বালাপুকুরি ছিটমহলের সেলিম হোসেন, বাগডাকিয়া ছিটমহলের মোহাম্মদ মিঠু, লতামারি ছিটমহলের জহুরুল হক, মহসিন আলী ছাড়াও উপজেলার বিভিন্ন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাগণ উপস্থিত ছিলেন। আলোচনাসভায় বক্তারা বিলুপ্ত ছিটমহলের ব্যাপক ঊন্নয়ন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে প্রশংসা করেন।