রমজান আলী, পাটগ্রাম: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বজ্রপাতে আব্দুল গফুর (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু ও তার সন্তান আবু হোসেন (৩৫) আহত হয়েছে। এসময় বজ্রপাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের অগ্নিকান্ডে বসতবাড়ীর শয়নঘর এবং গৃহপালিত পশু, বস্ত্র, ধান, টাকা পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে পরিবারটি মানবেতর জীবন-যাপন করছেন।
জানা গেছে, রোববার (২৪ জুন) রাত দেড় টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বিকট শব্দে আবু হোসেনের শয়নঘরে বজ্রপাত পড়লে ঘটনাস্থলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গিরপাড় এলাকার শাহীমুদ্দিনের ছেলে আব্দুল গফুর নিহত ও তার ছেলে আবু হোসেন আহত হন। বজ্রপাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে দমকল বাহিনী পৌঁছানোর আগেই টিনশেড শয়নঘর মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরের আসবাবপত্র, কাপড়- চোপড়, ধান, টাকা, পুড়ে ছাই হয়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য কমিজ উদ্দিন জানান, বজ্রপাতে নিহতের সত্যতা স্বীকার করেন।