পীরগাছা প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটানায় এক শিশুসহ দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার অন্নদানগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,পার্বতীপুর থেকে বোনারপাড়াগামী একটি লাইট ইঞ্জিন অন্নদানগর স্টেশনের রেল ক্রসিংয়ে একটি ব্যাটারী চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। অপর ৪ যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজন মারা যান। নিহতরা হলেন সুমী আক্তার, মোস্তাফিজার রহমান, নুরুন্নাহার বেগম উভয়ের বাড়ি লালমনিরহাট। এদের মধ্যে আরেকজন অটোচালক দুখু মিয়ার বাসা পীরগাছার সুকান পুকুরে ।
জানা যায়, ওই অটোর যাত্রীরা লালমনিরহাট থেকে পীরগাছার অন্নদানগরের পার্শ্ববর্তী এলাকায় মেয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম হতহতের বিষয়টি নিশ্চিত করেছেন।