আমিরুল ইসলাম, রংপুরঃ
সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আর এই পূজার তৃতীয় দিনে রংপুরের পীরগাছা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের দুর্গা মন্দির পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পীরগাছা কাউনিয়ার সংসদ জনাব টিপু মুন্সি।
বৃহস্পতিবার বেলা 11 টা থেকে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি কুড়িপাড়া সার্বজনীন দুর্গা মন্দির দিয়ে শুরু করে পীরগাছা উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্দির, পাকারমাথা ছোট তরফ ও বড় তরফ সার্বজনীন দুর্গা মন্দির সহ উপজেলার প্রায় সবকটি ইউনিয়নের পূজা মন্ডপ ঘুরে ঘুরে পরিদর্শন করলেন টিপু মুন্সি এম পি।
এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখার সভাপতি আব্দুল হাকিম সরদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, যুগ্ম সাধারন সম্পাদক ডা. জাহিদুল হক, সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন সহ উপজেলা যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দসহ পীরগাছার প্রাচীনতম পরিত্যাক্ত পাকার মাতা রাজবাড়ীটিও ঘুরে ঘুরে দেখেন তিনি।