Highlights

বদরগঞ্জে ১ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাত, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Published

on

রংপুরের বদরগঞ্জে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়নাল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবু জাফরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। আজ বুধবার সকালে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেহেনুমা তারান্নুম বিষয়টি জানান।

প্রজ্ঞাপনে বলা হয়, আয়নাল হক বিশ্বাসভঙ্গ, প্রতারণামূলক ও ভয়ভীতি প্রদর্শন করে ১ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকায় ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। এ অবস্থায় আয়নাল হককে অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থ পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার আইন অনুযায়ী তাকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

এরআগে রংপুরের জেলা প্রশাসক ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। গত ৬ মে বদরগঞ্জ থানায় মামলার পর ১২ মে গ্রেপ্তার হন ইউপি চেয়ারম্যান আয়নাল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version