আন্তর্জাতিক ডেস্ক:
সাগর থেকে উদ্ধার করা বাংলাদেশিসহ ২৫৭ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি জাহাজ ইতালির ত্রাপানি বন্দরে নোঙ্গর করেছে। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত রোববার ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূল থেকে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি কাঠের নৌকা থেকে ৩৯৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে ইউরোপীয় দাতব্য সংস্থা এসওএসের জাহাজ সি ওয়াচ ও ওসেন ভাইকিং। এরপর থেকে বন্দরে নোঙ্গরের অপেক্ষায় ছিল জাহাজ দুটি। শনিবার সি ওয়াচ ইতালির বন্দরে নোঙ্গরের অনুমতি পেলেও এখনও সাগরে ভাসছে ওসেন ভাইকিং।
রয়টার্স জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই পুরুষ এবং তারা মরক্কো, বাংলাদেশে, মিশর ও সিরিয়ার নাগরিক। এদেরকে নিয়ে উদ্ধারকারী জাহাজ সি ওয়াচ ইতালির সিসিলি দ্বীপের ত্রাপানি বন্দরে নোঙ্গর করেছে।
এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, অভিবাসনপ্রত্যাশীদের করোনা শনাক্ত পরীক্ষা করা হয়েছে। পরে তাদেরকে জাহাজজে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে।