Highlights

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ফেরা ৮ বাংলাদেশী কোয়ারেন্টিনে

Published

on

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ
করোনা মহামারীর কারনে ভারতের বিভিন্ন এলাকায় আটকে পড়া দুই নারীসহ আট বাংলাদেশি পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। এ নিয়ে বন্দরটি দিয়ে দেশে ফিরলেন ১৫ জন। তবে তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

এর আগে গত ০৬ এপ্রিল চারজন ও ১২ এপ্রিল তিনজন একই বন্দর দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, সোমবার ভারত থেকে দেশে ফেরা আট জনসহ মোট ১৫ বাংলাদেশিকে বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর স্থলবন্দর এলাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সবাই সুস্থ রয়েছেন।

এদিকে স্থলবন্দর সূত্রে জানা গেছে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে সতর্কতামূলক সিদ্ধান্ত অনুযায়ী ইমিগ্রেশন সুবিধা বন্ধ থাকায় ভারতের বিভিন্ন এলাকায় এসব বাংলাদেশি নাগরিকরা আটকে পড়েছিলেন। এর আগে তারা চিকিৎসাসহ নানা কারণে ভারতে গিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে সরকারি নির্দেশনা ও বিশেষ ব্যবস্থাপনায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে স্থলবন্দর এলাকায় সবাইকে সরকারি খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে তাদের শরীরে করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি।

বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছেদ আলী জানান, দেশে ফিরিয়ে আনা ১৫ বাংলাদেশিকে বন্দর এলাকায় সব ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম শেষে তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version