খেলাধুলা

বিপাকে পড়েছেন হাফিজ আসিসির সমালোচনা করে

Published

on

বিপাকে পড়েছেন হাফিজ আসিসির সমালোচনা করে

পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ প্রশ্ন তুলেছেন বোলারদের অবৈধ অ্যাকশন ধরার ব্যাপারে আইসিসির কার্যপ্রণালি নিয়ে । গোটা প্রক্রিয়াকে ‘সন্দেহজনক’ বলেছেন পাকিস্তানের এ অলরাউন্ডার। কিন্তু হাফিজের এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, হাফিজকে কারণ-দর্শানো নোটিশ পাঠানো হবে।

পিসিবির এক পদস্থ কর্তা জিওকে বলেছেন, ‘বিবিসির সাক্ষাৎকারে হাফিজ যা বলেছে, সেগুলো আইসিসির বিরুদ্ধে ভ্রান্ত ধারণা-প্রসূত। এমন মন্তব্যের জন্য হাফিজকে কারণ-দর্শানো নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পিসিবি।’ অবৈধ অ্যাকশনের জন্য তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হয়েছিলেন হাফিজ। ৩৭ বছর বয়সী এই অফ স্পিনার পরে অ্যাকশন শুধরে ফিরেও এসেছেন।

কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরই আইসিসিকে এক হাত নিয়েছেন হাফিজ। ‘বিবিসি উর্দু’কে দেওয়া সাক্ষাৎকারে বোলারদের অবৈধ অ্যাকশন ধরার ব্যাপারে আইসিসির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি, ‘এ ব্যাপারে অনেক কিছুর প্রভাব রয়েছে (যাঁদের অ্যাকশন অবৈধ ধরা হয়)। কিছু শক্তিশালী বোর্ডেরও ভূমিকা রয়েছে, কেউ তাঁদের মুখোমুখি দাঁড়াতে চায় না।’

হাফিজ সেই সাক্ষাৎকারে আরও বলেন, ‘আম্পায়ারেরা প্রশ্ন তোলার পর পরীক্ষায় দেখেছি আমার হাত ১৬, ১৭ থেকে সর্বোচ্চ ১৮ ডিগ্রি ভাঁজ হয়। অবাক লেগেছে খালি চোখে এই সামান্য পার্থক্যটুকু তাঁরা বুঝলেন কীভাবে, যখন অনেকের অ্যাকশনে কনুই ২৫ থেকে ৩০ ডিগ্রি ভাঁজ হলেও তাঁরা ধরতে পারেন না?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version