Highlights

বিরামপুরে ‘করোনা’ উপসর্গ নিয়ে আইসোলেশনে এক ব্যক্তি

Published

on

হিলি প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে শ্বাসকষ্ট, সর্দি, জ¦র, গলাব্যথা নিয়ে হাসাপাতালের আইসোলেশনে রফিকুল ইসলাম (৫০) নামের ধএক ব্যক্তি ভর্তি হয়েছেন। আজ সকালে করোনা পরীক্ষার জন্য রফিকুলের শরীর থেকে নমুনা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রফিকুল ইসলাম উপজেলার বিনাইল ইউনিয়নের কুন্দন গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। গত রোববার রাতে রফিকুল ইসলাম বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন জানান, রফিকুল ইসলাম মুন্সীগঞ্জে কাজ করতো। গত বিশ দিন আগে জ্বর-সর্দি নিয়ে বাড়িতে আসে। এরপর স্থানীয়ভাবে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা করতে থাকে। গত শনিবার থেকে শ্বাসকষ্ট দেখা দেয়। গতকাল রোববার শ্বাসকষ্ট ও গলাব্যথা তীব্র হলে পরিবারের সদস্যরা রাতে রফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। রফিকুলের করোনার উপসর্গ থাকায় দ্রæত আইসোলশনে নেওয়া হয়েছে। ডা. সোলায়মান হোসেন আরো জানান, রফিকুলের নমুনা সংগ্রহ করে আজ সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version